বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৪৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৪৯
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই গৃহবধূ নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় আজ দুপুরে মাসুমসহ চারজনকে আসামি করে একটি র্ধষণ মামলা দায়ের করা হয়েছে।
ওই গৃহবধূ জানান, মঙ্গলবার বাড়িতে একা পেয়ে স্থানীয় মাসুম প্রধান, আব্দুস সালাম, চকমল, চকমলের ছেলে জাহাঙ্গীর তাকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা রাতেই তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। তবে পালানোর সময় মাসুম আহত হন এবং তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, মাসুদ প্রধানসহ অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।