খুলনায় 'আল্লার দলের' তিন সদস্য আটক

র্যাবের হাতে আটককৃতরা- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৯:৫৫
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লার দল'-এর যশোর সহ-জেলা নায়েকসহ তিন সদস্যকে খুলনা থেকে আটক করেছে র্যাব। গত সোমবার রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ফুড ঘাট জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সংগঠনের যশোর সহজেলা নায়েক মো. রাকিব হাসান, সদস্য আশিকুজ্জামান আশিকুল ও শফিকুল ইসলাম।
র্যাব-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, নানা উৎস থেকে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজ করত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটক মো. রাকিব হাসান ২০১৫ সালে এ সংগঠনের সদস্য হয়। লেখাপড়া ও বাবার ব্যবসার পাশাপাশি বিভিন্নজনকে দাওয়াত দিয়ে আসছিল সে। এ ছাড়া সদস্য হওয়ার ছয় মাস পর গ্রাম নায়েক পদে এবং এর এক বছর পরে তাকে থানা নায়েক পদে পদোন্নতি দেওয়া হয়।
২০১৯ সালের সেপ্টেম্বরে সহজেলা নায়েক পদে পদোন্নতি পেয়ে সে বর্তমানে ওই পদে বহাল আছে। সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ায় বর্তমানে অন্য সদস্যদের সঙ্গে দেখা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল সে। আর বাকি দুজন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে দাওয়াত পেয়ে এই দলে যোগ দিয়েছে।