শিবচরে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চীনা প্রকৌশলীর

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের বহনকারী গাড়িটি- সমকাল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৭
মাদারীপুরের শিবচরে কর্মস্থলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক চীনা প্রকৌশলী। শনিবার সকালে এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসীরচরের দৌলতপুর চৌরাস্তার এন-৮ সার্ভিস লেনে এ দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত ও চারজন আহত হন।
চীনা প্রকৌশলীর নাম চ্যাং বিন (৩২)। তিনি পদ্মা রেলওয়ে প্রকল্পের জরিপ প্রকৌশলী ছিলেন। প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও পদ্মা রেলওয়ে প্রকল্প সূত্রে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন চীনা প্রকৌশলীরা। প্রতিদিনের মতো একটি ছোট পিকআপে করে প্রকৌশলী চ্যাং বিন তাঁর দলের সঙ্গে কাজ করতে প্রকল্প স্থানে আসেন। সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের দৌলতপুরে ঢাকামুখী সার্ভিস লেনে দিয়ে যাচ্ছিল চীনা নাগরিকদের বহনকারী গাড়িটি। এ সময় জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। এ সময় আহত হন পাঁচজন। তাঁদের মধ্যে চ্যাং ও রিজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চ্যাং মারা যান।