ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শত্রুতার বিষে মরল ৩০ বিঘা জমির ধানের চারা

শত্রুতার বিষে মরল ৩০ বিঘা জমির ধানের চারা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:২৪

বগুড়ার আদমদীঘিতে বীজতলায় বিষ প্রয়োগ করে ৩০ বিঘা জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ অবস্থায় চারা সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক সাবেক ইউপি সদস্য আলেফ উদ্দিন।

আজ সোমবার সকালে আদমদীঘির বিহিগ্রাম বাপিহারপাড়ায় জমির বীজতলায় গিয়ে আলেফ উদ্দিন দেখতে পান, তাঁর ক্ষেতের ধানের চারা হলুদ বর্ণ ধারণ করেছে।

এ ঘটনায় আদমদীঘি থানায় একই গ্রামের আলামিন, আবদুল জলিল, মোয়াজ্জেম হোসেন ও শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই কৃষক।

অভিযোগ থেকে জানা গেছে, চাঁপাপুর ইউপির বিহিগ্রাম বাপিহারপাড়ার সাবেক ইউপি সদস্য আলেফ উদ্দিন তাঁর ৩০ বিঘা জমিতে ধান রোপণের জন্য কাটারি ধানের বীজ বপন করেন। বীজগুলো থেকে চারা হয়ে জমিতে লাগানোর উপযুক্ত হয়েছে। কয়েক দিন আগে ওই বীজতলায় পানি দেওয়ার সময় আলামিন নামের এক কৃষকের আলুক্ষেতে কিছু পানি ঢুকে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে আলামিন ক্ষিপ্ত হয়ে গালাগাল করে। একপর্যায়ে তাঁর ক্ষতি করবে বলে হুমকি দেয়। এর কয়েক দিন পরই বীজতলায় বিষ প্রয়োগ করায় চারাগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক হজরত আলী বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×