আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৫১
তার মতো আরও অনেকে নোয়খালীর বেগমগঞ্জ উপজেরার রাজগঞ্জ ইউনিয়নের দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিজানুর রহমানের উদ্যোগে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। নোয়াখালী ডায়াবেটিক সমিতি ও পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এতে সহযোগিতা করে।
মেডিক্যাল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞসহ মোট ১৫ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। একইসঙ্গে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ১৬টি পয়েন্টে মোট ৬৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় দুই হাজারের বেশি মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নেন।
এর আগে স্থানীয় সাংসদ মামুনুর রশীদ চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, জনপ্রতিনিধি ও চিকিৎসকদের যৌথ উদ্যোগে এই ধরনের জনহিতকর আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। বর্তমান সরকারের কল্যাণে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যন্ত চালু হলেও গ্রামের সহজ-সরল নিরীহ মানুষেরা বিভিন্ন কারণে এখনও প্রত্যাশিত চিকিৎসা সেবা পান না। এটা বাস্তবতা। তাই এই ধরনের ফ্রি চিকিৎসা শিবির সেই শূন্যতা পূরণে সহায়তা করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ, নোয়াখালী ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শান্তা শীল প্রমুখ।