মুকসুদপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:২৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:২৫
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম শেখ।
এ সময় ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এ ছাড়া এক হাজার মানুষের ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়।
- বিষয় :
- মেডিকেল ক্যাম্প
- গোপালগঞ্জ
- মুকসুদপুর