মোটরসাইকেল-মাটিকাটা মেশিন সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ফাইল ছবি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৬
সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল ও মাটিকাটা মেশিনের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৩২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়েম হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি থানায় কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়ন হোসেন (২৮)। তার বাড়িও একই গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইমরান হোসেন ও নয়ন হোসেন মোটরসাইকেলে সিংহলাল বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিকাটা মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে পুলিশ সদস্য ইমরান হোসেন মারা যান। এতে তার বন্ধু নয়নের পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে নয়ন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাটিকাটা মেশিন জব্দ করা হয়েছে।
- বিষয় :
- পুলিশ সদস্য নিহত
- সাতক্ষীরা
- সংঘর্ষ
- খুলনা
- কলারোয়া