ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জোয়ারে ভাঙল ঝুঁকিপূর্ণ বাঁধ, মাটি ফেলে রক্ষা

জোয়ারে ভাঙল ঝুঁকিপূর্ণ বাঁধ, মাটি ফেলে রক্ষা

ডুমুরিয়ায় বাদুরগাছি গ্রামের ভেঙে যাওয়া বাঁধটি মেরামত করছেন এলাকাবাসী সমকাল

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৪১

তেলিগাতি নদীর জোয়ারের তীব্র স্রোতে ভেঙেছে খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুরগাছি গ্রামের প্রতিরক্ষা বাঁধ। মঙ্গলবার মধ্যরাতে ওই গ্রামের উত্তর পাড়ায় ভেঙে যায় বাঁধটির ৩০ ফুট অংশ। এতে তলিয়ে গেছে দুই শতাধিক বিঘা ফসলি জমি ও বেশ কিছু মাছের ঘের।
বাদুরগাছির বাসিন্দা বিমল মণ্ডল বলেন, বাঁধ ভাঙার সংবাদ পেয়ে রাতেই তা মেরামতে লেগে পড়েন দুই শতাধিক গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরের দিকে ভাঙা স্থানের অনেকটাই মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
একই গ্রামের নির্মল কান্তি মণ্ডল বলেন, স্থানীয়ভাবে মাটির সংকট রয়েছে। যে কারণে ট্রলারে করে পাশের জিয়েলতলা গ্রাম থেকে মাটি আনতে হয়েছে তাঁদের। বাঁধটি এখনও দুর্বল অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, আতঙ্কে এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
শোভনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, জোয়ারের পানিতে বোরো ধান, মৎস্য ঘেরসহ দুই শতাধিক বিঘা জমি তলিয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বাঁধটি শক্তভাবে মেরামতের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। যে কারণে প্রতি বছর একই জায়গা ভাঙনের মুখে পড়ে। ওই এলাকার বাঁধ সংস্কারে পাইলট প্রকল্প নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

×