ভাষাসংগ্রামী নামের মঞ্চ পুনর্নির্মাণের ঘোষণা রেলমন্ত্রীর

ফুটওভার ব্রিজ উদ্বোধন এবং আধুনিক পাবলিক টয়লেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলমন্ত্রী। ছবি-সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:১৯
ভাষাসংগ্রামী মাহবুব আহমেদ খানের নামে প্রতিষ্ঠিত পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মুক্তমঞ্চ সম্প্রতি গুঁড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই মঞ্চ পুনরায় নির্মাণের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার ঈশ্বরদীতে ফুটওভার ব্রিজ উদ্বোধন এবং আধুনিক পাবলিক টয়লেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যান তিনি। এ সময় জনসাধারণের দাবির মুখে মঞ্চটি পুনর্নির্মাণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ কুদরত-ই-খুদা। স্বাগত বক্তব্য দেন রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।