ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুলনায় আলোকচিত্র প্রদর্শনী

ছবি যত পুরোনো তত বেশি জীবন্ত

ছবি যত পুরোনো তত বেশি জীবন্ত

ছবি-সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৫৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৫৯

খুলনা নগরীর জোড়াগেট প্রেমকাননে ১৯৬০ সালের কোনো একদিন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আলোকচিত্রী তুষার কান্তি রায় চৌধুরী। সেখানে ঘোরাঘুরির ফাঁকে সবাই মিলে ছবি তোলেন। সেই সাদা-কালো ছবির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে ছিলেন নগরীর সিটি কলেজের ছাত্র শামীম হোসেন। তিনি বলেন, এখন মোবাইল ফোনে কত ধরনের ক্যামেরা। ৫০-৬০ বছর আগে এসবের কিছুই ছিল না। অথচ সেই সময়ের ছবিগুলো এখনকার চেয়ে বেশি জীবন্ত মনে হয়।

খুলনায় আলোকচিত্রের পথচলা শুরু ১৯৩০ সালে। ১৯৫৫ সালে তৈরি হয় প্রথম স্টুডিও 'ফোকাস'। এরপর থেকে ব্যক্তিগত ও পারিবারিক ছবির সঙ্গে খুলনার প্রকৃতি ও জীবনবোধ বন্দি হতে থাকে আলোকচিত্রীদের ফ্রেমে। সাদা-কালো যুগের সেই সময়গুলো কেমন ছিল, তরুণরা তা জানে না। তাদের জন্যই আয়োজন করা হয়েছে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে 'খুলনার আলোকচিত্র চর্চা ইতিহাসের পথ বেয়ে' শীর্ষক প্রদর্শনী উদ্বোধন করেন অলোকচিত্রী ও দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলম। প্রদর্শনীতে ১৯৩০ থেকে ২০০০ সাল পর্যন্ত আলোকচিত্রের শুরু থেকে বিবর্তনকাল তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রবীণ আলোকচিত্রী তুষার কান্তি রায় চৌধুরী, নুরুল হক লাভলু, সিমসন এস অধিকারী ও সোহেল মাহমুদের ব্যক্তিগত সংগ্রহ এবং রেটিনা ও অভিসার স্টুডিওর সংগ্রহশালা থেকে বাছাই করা অর্ধশত বছর আগের ১৭০টি ছবি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীতে সবচেয়ে পুরোনো ছবিটি তুষার কান্তি রায় চৌধুরী ও তাঁর বন্ধুদের, যা ১৯৬০ সালে তোলা। এ ছাড়া ১৯৬২, ১৯৬৫, ১৯৭০, মুক্তিযুদ্ধ ও পরবর্তী খুলনার অনেক ছবি স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, বাংলাদেশে আলোকচিত্র চর্চার ইতিহাস নিয়ে দৃকের একটি দীর্ঘমেয়াদি ও চলমান গবেষণার ওপর ভিত্তি করে প্রদর্শনীটি সাজানো হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিনই বিভিন্ন আলোকচিত্র সংগঠনের উদ্যোগে আলোচনা সভা হবে।

আয়োজন সহযোগিতায় রয়েছে খুলনা ফটোগ্রাফিক সোসাইটি, ইমেজ ফর ফটোগ্রাফিক সোসাইটি, খুলনা জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

×