ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেয়ের ধাক্কায় ইটের ওপর পড়ে বাবার মৃত্যু

মেয়ের ধাক্কায় ইটের ওপর পড়ে বাবার মৃত্যু

আটক মেয়ে ববিতা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:৩৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:৩৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় ইটের ওপর পড়ে সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়ে ববিতাকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

তিনি বলেন, নাতিকে মোবাইলফোনে রিচার্জ করতে পাঠালে সে না গিয়ে ঘোরাঘুরি করে। এতে রেগে মেয়ে ও নাতিকে কুপিয়ে জখম করেন সানোয়ার। এ সময় মেয়ে তার বাবাকে ধাক্কা দিলে ইটের ওপর পড়ে মাথায় আঘাত পান সানোয়ার হোসেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মেয়েকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

আরও পড়ুন

×