ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিলিং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিলিং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

কালাই বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৬

জয়পুরহাটের কালাই উপজেলায় ‘ডিলিং লাইসেন্স’ না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকায় সোনারপট্টিতে অভিযানের সময় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি পণ্যের ব্যবসা করার ক্ষেত্রে আলাদাভাবে ‘ডিলিং লাইসেন্স’ নেওয়ার বিধান রয়েছে। ২ মাসে আগে ডিলিং লাইসেন্স ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা নির্দেশনা না মানায় এ জরিমানা করা হয়। অভিযানে রানা জুয়েলার্স, কর্মকার জুয়েলার্স ও শ্যামলী জুয়েলার্সের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি জানান, ডিলিং লাইসেন্স না নেওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের আগামী ১৫ দিনের মধ্যে ডিলিং লাইসেন্স সংগ্রহ করার পরামর্শও দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×