ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জলাধার খনন নিয়ে এলাকাবাসী-পাউবো কর্তৃপক্ষের সংঘর্ষ, আহত ৮

জলাধার খনন নিয়ে এলাকাবাসী-পাউবো কর্তৃপক্ষের সংঘর্ষ, আহত ৮

এলাকাবাসী ও পাউবোর কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে পুলিশ। ছবি: সমকাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০০

নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে ফের এলাকাবাসী ও পাউবোর কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিগঞ্জের কুঠিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়কসহ ৮ জন আহত হয়েছেন। 

আহত ব্যক্তিরা হলেন- মমিনুর রহমান খান, মোহাম্মদ লেবু, মহসিন আলী, রাজিব আহম্মেদ, নাসির হোসেন, জাকির হোসেন, শরিফুল ইসলাম ও বাবু। 

স্থানীয়রা জানান, উপজেলার বুড়ি তিস্তা নদীর ওপর ওয়াটার রিজার্ভার (জলাধার) প্রকল্পটি ১৯৬৮ সালে গ্রহণ করা হয়। তখন কালিগঞ্জ নামক স্থানে ৩০০ ফুটের একটি ব্যারাজ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। পাঁচটি গ্রামের প্রায় ১ হাজার ৩০০ একর জমিতে জলাধার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। পরে তা বাস্তবায়ন না হওয়ায় জলাধারের ওই জমি সরকার অধিগ্রহণ করেনি। এ অবস্থায় জমির মালিকরা দীর্ঘদিন ধরে সেই জমিতে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড জমির মালিকানা দাবি করে আবার জলাধার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলে কৃষকরা নিন্ম আদালত ৩টি ও উচ্চ আদালতে ২টি মামলা করেন। বর্তমানে এসব মামলা চলমান রয়েছে। সম্প্রতি এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে। সোমবার আবারও পাউবো কর্তৃপক্ষ জলাধার খনন করতে গেলে বাধা দেন গ্রামের বাসিন্দারা। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৮ জন আহত হন। 

এজাজুল ইসলাম নামের এক কৃষক বলেন, ‘খননকাজে আমাদের আপত্তি নেই। কিন্তু এ বিষয়ে কোনো প্রকার আলোচনা করা হয়নি। ফসলের ক্ষতিপূরণ ও জমি অধিগ্রহণও করা হয়নি। আর কয়েক দিন পরই ভুট্টা কাটা হবে। ভুট্টাখেতসহ বোরোধান, আলু ও বাদামখেতের ওপর দিয়েই খননকাজ শুরু হয়েছে। তাই এলাকাবাসী বাঁধা দিয়েছে।’

নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী শ্রী কৃষ্ণ কমল সরকার সমকালকে জানান, সম্পূর্ণ নিয়ম মেনে সরকারি জমিতে জলাধার খননকাজ শুরু করা হয়। এ সময় অবৈধভাবে কাজে বাধা দেওয়া হয় ও হামলা চালানো হয়। 

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, ‘পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’


আরও পড়ুন

×