ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হামলার প্রতিবাদে খুলনায় বুধবার চিকিৎসকদের কর্মবিরতি

হামলার প্রতিবাদে খুলনায় বুধবার চিকিৎসকদের কর্মবিরতি

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিএমএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১৯

চিকিৎসকের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের প্রতিবাদে খুলনার সব স্বাস্থ্য সুরক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টা চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিএমএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন করছিলেন। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই নাঈম ও তার কয়েকজন সঙ্গী অপারেশন থিয়েটারে ঢুকে যায়। তারা একজন রোগীর চলমান অপারেশন বন্ধ করে দেয়। এরপর ডা. নিশাতকে মারধর করে। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এই মারধর ও অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায়। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে ১২ ঘণ্টার মধ্যে এএসআই নাঈম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় বুধবার ভোর ৬ থেকে ২৪ ঘণ্টা খুলনা জেলার সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত সকল স্বাস্থ্য সুরক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসকরা কর্মবিরতি পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়। শুধুমাত্র মানবিক কারণে জরুরি বিভাগ খোলা থাকবে। এ ছাড়া বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, ডা. গাজী মিজানুর রহমান, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, ডা. সুমন রায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×