ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কোয়ারেন্টাইনে না থাকায় সমালোচনা

এখন ঘরেই থাকবেন কামরান

এখন ঘরেই থাকবেন কামরান

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৯:২২

যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে এসে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে না থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। ১৭ মার্চ তিনি ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।

গত ১৮ মার্চ সিলেটে মুজিববর্ষ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে কামরান এসব অনুষ্ঠানের ছবি দেওয়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি কেন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকেননি- এমন প্রশ্ন করেন অনেকে।

তীব্র সমালোচনার মুখে আর 'বের না হওয়ার সিদ্ধান্ত' নিয়ে এখন ঘরেই কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন কামরান। বর্তমানে নগরীর ছড়ারপারের বাসায় অবস্থান করছেন তিনি। কামরান বলেন, আমি এখন ঘরে আছি। কোথাও বের হচ্ছি না, কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছি না। বিদেশফেরতদের ব্যাপারে যে নির্দেশনা আছে, তা আমি মেনে চলব।

গত ১৫ মার্চ এক মাসের যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে এসে কামরান যেসব অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি করমর্দনও করেন।

আরও পড়ুন

×