ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অটোরিকশা চালকের লাথিতে অপর চালকের মৃত্যু, অতঃপর গ্রেপ্তার

অটোরিকশা চালকের লাথিতে অপর চালকের মৃত্যু, অতঃপর গ্রেপ্তার

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ মার্চ ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ০২ মার্চ ২০২৩ | ১০:৫৪

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এক সিএনজি অটোরিকশা চালকের কিল ঘুষি ও লাথিতে আমিরুল (৩২) নামে আরেক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে আমিরুলকে বন্দরবাজার এলাকায় মারধর করেন আরেক চালক আলমগীর হোসেন। ওইদিন রাতেই ওসমানী হাসপাতালে মারা যান আমিরুল । এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আমিরুল সিলেট মহানগরীর জালালাবাদ থানার কান্দিগাঁওয়ের মৃত ইদন মিয়ার ছেলে। তিনি একই এলাকার টুকেরবাজারের ঘোপাল গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে  নিহত চালকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। একমাত্র আসামি করা হয়েছে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে। আলমগীর  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামের খালিক মিয়ার ছেলে ও বর্তমানে নগরীর উপশহরের বাসিন্দা। তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও অটোরিকশা চালকরা জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে বন্দরবাজার এলাকার সিলেট প্রধান ডাকঘরের সামনে আমিরুল তার অটোরিকশা থামিয়ে বাজার করতে নামেন। ওই সময় আলমগীর তার অটোরিকশা দিয়ে ধাক্কা দেন আমিরুলের অটোরিকশায়। এ নিয়ে উভয়ে বাগবিতন্ডা থেকে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় আমিরুলকে কিল, ঘুষি ও বুকে লাথি মারেন আলমগীর। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আমিরুল। খবর পেয়ে স্থানীয় বন্দরবাজার ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির পরই মারা যান আমিরুল। বৃহস্পতিবার তার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

×