ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিক্সন চৌধুরী কাগুজে বাঘ, তার কাজ বালু কেটে পকেট ভরা: কাজী জাফরউল্লাহ

নিক্সন চৌধুরী কাগুজে বাঘ, তার কাজ বালু কেটে পকেট ভরা: কাজী জাফরউল্লাহ

ভাঙ্গায় আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ- সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ১৭:২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনের সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে ‘কাগুজে বাঘ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘নিক্সনের কাজ বালু কেটে নিজের পকেট ভরা আর শেখ হাসিনার কর্মীদের রক্ত চোষা।’

শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মিসভার আয়োজন করে ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘কোভিডের সময় আমি এলাকায় আসতে পারিনি। দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ ছিল বয়সী নেতাদের বাড়ির বাইরে বের না হতে। এই সুযোগে আমার কর্মীদের বিরুদ্ধে নিক্সন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ফাঁকা মাঠ পেয়ে হামলা, মিথ্যা মামলা দিয়ে চরম নির্যাতন করেছেন। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সত্যিকারের অনুসারীরা বাড়িতে বসে থাকতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় অথচ দলের নেতা-কর্মীদের নির্যাতন থামেনি। যারা নির্যাতন করেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। ঢাকায় থাকাকালীন এলাকার নির্যাতিত নেতা-কর্মীদের হাসপাতালে নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ ‘আর বসে থাকা যাবে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘ওই গুন্ডা-বদমাশদের সমুচিত জবাব দিতে হবে। যারা খারাপ ব্যবহার করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। গুন্ডা-বদমাশদের এখন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিছু লোক চাঁদাবাজি করছে, তারা বঙ্গবন্ধুর দৌহিত্র পরিচয় দেয়, তাদের আমি ঘৃণা করি। তারা বঙ্গবন্ধুর দৌহিত্র পরিচয় দিয়ে বঙ্গবন্ধুকে পচাতে চায়, শেখ হাসিনাকে পচাতে চায়। দিনের বেলা নৌকা আর রাতের বেলা আনারস, সিংহ, নিক্সন যারা করে তাদের থেকে সতর্ক থাকতে হবে।’

কাজী জাফরউল্লাহ বলেন, ‘২৭ ফেব্রুয়ারি নিক্সন ভাঙ্গায় একটা জনসভা করেছিল। সেই সভা শেষে নিক্সনের গুন্ডাবাহিনী ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মাতুব্বরকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পেটায়। তিনি এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমি ভেবেছিলাম নির্বাচন করব না কিন্তু এ অবস্থায় তো আর বসে থাকতে পারি না। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয় পেলে চলবে না।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন। বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যারা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সৈনিক, তারা এ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারি না। আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে নৌকায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’

স্বাধীনতাবিরোধীরা সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, দেশে দীর্ঘ মেয়াদে উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, সন্তানদের সত্যিকার সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে নৌকার বিকল্প নেই। ভুল করেও দুষ্টচক্রের ফাঁদে পা দেওয়া যাবে না। শেখ হাসিনার জন্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সহ-সভাপতি কাজী সাকলায়েন ও শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।

আরও পড়ুন

×