ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

 মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০৯:১১ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০৯:২১

মৌলভীবাজারে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে  হান্নান মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হান্নান মিয়া মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরের বাসিন্দা।

সদর থানা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ বিকেলে হান্নান মিয়া শিশুকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মৌলভীবাজার সদর থানার ওসি জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে কাজ শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×