ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৫:৪৪

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সোমবার  থেকে ৩১ মার্চ পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত জানান, বন্দর বন্ধ হওয়াতে ব্যবসায়িক ক্ষতি হলেও করোনা রোধে এটা কার্যকর ভূমিকা রাখেবে। 

বুড়িমারী স্থল বন্দরের সহকারী কমিশনার সোমেন চাকমা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত জনতা কার্ফুয়ের কারণে ভারতীয় চ্যাংড়াবান্দা স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিএন্ডএফ) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।


আরও পড়ুন

×