ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা

শিশু মীমের চাচাও মারা গেলেন

শিশু মীমের চাচাও মারা গেলেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০০:৫৭ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০০:৫৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী শিশু সুমাইয়া আক্তার মীমের চাচা ফজলুল হক (৪২) মারা গেছেন। বুধবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


এর আগে সকালে ফজলুল হকের মোটরসাইকেলে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম (৭) বাড়ি ফিরছিল। পথে একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

এতে মীম মারা যায়। গুরুতর আহত হয় ফজলুল হক ও মুস্তাকিম। 

তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ফজলুল হক মারা যান। 

মুস্তাকিম আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

আরও পড়ুন

×