ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুকুরের কামড়ে শতাধিক আহত

সাঁথিয়ায় জলাতঙ্ক রোগী শনাক্ত, আতঙ্কে গ্রামবাসী

সাঁথিয়ায় জলাতঙ্ক রোগী শনাক্ত, আতঙ্কে গ্রামবাসী

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ | ১৫:১১ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ১৫:১১

পাবনার সাঁথিয়ায় জলাতঙ্ক রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরাচর গ্রামের বাসিন্দা। দেড় মাস আগে কুকুর কামরায় তাঁকে। ৩ মার্চ আক্রান্ত ব্যক্তির শ্যালকও একই রোগে আক্রান্ত হয়ে মারা যান।

শনিবার একটি ক্ষ্যাপা কুকুরের কামড়ে পাঁচ থেকে সাতটি গ্রামের শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ শতাধিক মানুষ আহত হন। এ সময় বেশকিছু গরু ও ছাগলকে কামড়ায় কুকুরটি। এ অবস্থায় জলাতঙ্ক রোগ শনাক্ত হওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই শিশুদের ঘরের বাইরে বের হতে দিচ্ছেন না। নিজেরাও সাবধানে চলাফেরা করছেন।

আক্রান্ত ব্যক্তির পরিবার জানায়, দেড় মাস আগে তাঁকে কুকুর কামড় দিয়েছিল। তিনি কোনো ভ্যাকসিন না নিয়ে ফেচুয়ান গ্রামের এক কবিরাজের চিকিৎসা নেন। বেশ কয়েক দিন ধরে অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার চিকিৎসক জানান, তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, আক্রান্ত ব্যক্তি দুই পা অবস হয়ে যাওয়া, কিছুই খেতে না পারা, পানি দেখলে ভয় পাওয়া এবং অতিরিক্ত লালা ক্ষরণের উপসর্গ নিয়ে গত শনিবার সাঁথিয়া হাসপাতালে ভর্তি হন। উপসর্গ দেখে নিশ্চিত হয়েছি, তিনি জলাতঙ্ক রোগে আক্রান্ত। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

তিনি আরও বলেন, কুকুরে কামড়ালে ভ্যাকসিন ছাড়া বাঁচার অন্য কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। তাই কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁক না নিয়ে ডাক্তারি পরামর্শে প্রতিষেধক নিতে হবে। 

আরও পড়ুন

×