পাথরঘাটায় বিপন্ন গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বরগুনার পাথরঘাটায় উদ্ধার হওয়া গন্ধগোকুল
পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩ | ১১:১১ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ | ১১:১১
বরগুনার পাথরঘাটায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার ও পরে বনে অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১টার সময় পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রাম থেকে বন্য প্রানী সংরক্ষণ ওয়াইল্ডটিমের বাঘবন্ধু সদস্য এইচ এম নাহিদ বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উদ্ধার করেন। পরে প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পাথরঘাটা হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার করা গন্ধগোকুলটি প্রায় চার ফুট লম্বা। এর ওজন প্রায় সাড়ে ৩ কেজির মতো ।
স্থানীয় মোসার্রেফ হোসেন মীর জানান, বেলা সাড়ে ১২টার দিকে গহরপুর গ্রামের বেড়িবাঁধের পাশে একটি তালগাছ থেকে পুকুরের মধ্যে লাফিয়ে পড়ে গন্ধগোকুলটি। উঁচু স্থান থেকে পানিতে লাফিয়ে পড়ায় প্রাণীটি অসুস্থ হয়ে যায়। এ সময় এলাকার লোকজন প্রাণীটি না চিনে লাঠি নিয়ে মারার জন্য এগিয়ে আসে। পরে তাদেরকে থামিয়ে ওয়াইল্ডটিমের সদস্যদের খবর দিলে তারা প্রাণীটি উদ্ধার করে চিকিৎসা দেয়। সুস্থ হওয়ার পর প্রাণীটিকে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, এই প্রাণীটির (গন্ধগোকুল) বসবাস সুন্দরবনের গহীনে এবং পাহাড়ি অঞ্চলে। গন্ধগোকুল ৬টি জাতের মধ্যে ৩টি জাতের বসবাস বাংলাদেশে। এর মধ্যে এটি একটি। এসব এলাকায় এর অস্তিত্ব খুবই কম। তবে এরা নিরীহ প্রাণী। গাছের গুহা বা পাহাড়ে পাথরের ওপর বসবাস করে। জায়গাভেদে এরা শরীরের গন্ধ ছড়িয়ে রাখে। গন্ধগোকুল মাংসাশী প্রাণী হলেও প্রচুর পরিমাণে গাছের ফল খেয়ে থাকে। আবাসভুমি ধ্বংসের কারণে এরা এখন বিপন্ন বলেও জানান তিনি।
- বিষয় :
- পাথরঘাটা
- বিপন্ন প্রজাতি
- গন্ধগোকুল উদ্ধার