ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাগেরহাটে পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বাগেরহাটে পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ | ১৫:০২ | আপডেট: ৩০ মার্চ ২০২৩ | ১৫:২২

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আটক হওয়া ওই তরুণী টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের খোকন রাহামাতুল্লাহর মেয়ে।

জিগার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে আমিনা আক্তার পরিচয়ে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করেছিলেন। তাঁর কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে।

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক একে এম আবু সাইদ বলেন, ওই তরুণীর আচরণ সন্দেহজনক হওয়ায় আমরা তাঁর কাগজপত্র খতিয়ে দেখি। এক পর্যায়ে বোঝা যায় তিনি বাংলাদেশি নন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তন্তর করা হয়েছে। 

জিগারকে সঙ্গে নিয়ে এদিন পাসপোর্ট অফিসে এসেছিলেন বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের চৌকিদার মো. মিজান। চৌকিদার মিজানের দাবি, মেয়েটি যে রোহিঙ্গা তা তিনি জানতেন না।

পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে চৌকিদার মিজান, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান ও সচিব জড়িত রয়েছে। তবে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ইদ্রিস বলেন, উদ্যোক্তারা জন্ম নিবন্ধন করেন। আমি কিছু জানি না।

বাগেরহাট মডেল থানার ওসি আজিজুল ইসলাম বলেন, পাসপোর্ট অফিস থেকে আটক করে ওই রোহিঙ্গা তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর সঙ্গে আসা চৌকিদার মিজানকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তকালে মিজান বা বলইবুনিয়া ইউপির কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×