উল্লাপাড়ায় মসজিদের জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১৪:১০ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ১৪:১০
আজ রোববার দুপুরে উপজেলার বড়কোয়ালিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– হাতেম মোল্লা, লিয়াকত আলী, আয়ুব মোল্লা, সোয়েব আলী, হামিক প্রামাণিক, ওয়াসিম মোল্লা, আব্দুল্লা, সবুজ আলম, তারিকুল ইসলাম, সাইদার রহমান ও সাবিনা খাতুন। তাঁরা সবাই উপজেলার বড়কোয়ালিবেড় গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, বড়কোয়ালিবেড় জামে মসজিদে প্রবেশের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আয়ুব মোল্লা ও সাইদার রহমানের লোকজনের বিরোধ চলে আসছিল। এর মধ্যে আজ রোববার সকালে সাইদারের লোকজন মসজিদের প্রবেশের রাস্তা বন্ধ করে দিলে এই গোলোযোগের সূত্রপাত হয়। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৪ জন আহত হন।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক অরূপ মণ্ডল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, বর্তমানে বড়কোয়ালিবেড় গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় মামলা দেয়নি।