ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুবলীগের উদ্যোগে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

যুবলীগের উদ্যোগে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভেলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১৮:০৩ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ১৮:০৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দুই শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডের ভেলুয়ার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নানা ভোগ্যপণ্য। এসব খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন গরিব-অসহায় মানুষরা।

দেবাশীষ পাল দেবু বলেন, ‘কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন মহানগরীর বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গরিব, অসহায়, দিনমজুর এমন দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। আগামীতেও এমন নানা কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে।’

নুরুল আজিম বাবুলের সঞ্চালনায় ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর সরাই পাড়ার কাউন্সিলর নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এম. শওকত আলী, যুগ্ম আহ্বায়ক লুৎফুল হক খুশি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসলাম খান, আবু সৈয়দ খান, শেখ রাজিব আহম্মেদ, মনসুরুল হক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, শফিউর রহমান টিপু, মো. ইমতিয়াজ বাবলা, মো. ইসমাইল, ফরহাদ আব্দুল্লাহ, শ্রমিক নেতা আবুল কাশেম, মো. এমরান হোসেন, মো. যুবায়ের হোসেন, ছাত্রলীগ নেতা মো. রাসেল শামীম, মো. আজাদ, প্রান্তী ভট্টাচার্য, শাহ সিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মামুন প্রমুখ।

আরও পড়ুন

×