ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৩১ কেজি ওজনের বাঘাইড়

৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ০৩:৫৮ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ০৩:৫৮
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয় ২১ হাজার ৭০০ টাকায়। মঙ্গলবার বিকালে পলাশবাড়ী পৌর শহরে মাছটি বিক্রির জন্য আনেন এক জেলে। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। মাছটি প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হয়। ভোক্তারা যৌথভাবে মাছ কিনে নেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই জেলে (বিক্রেতা) জানান, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য পলাশবাড়ী পৌর বাজারে উঠানো হলে গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইড়টি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।
এর আগেও ৪৫ কেজি ওজনের বাঘাইড় মাছ তার জালে আটকা পড়েছিল বলে জানান ওই জেলে।
ক্রেতারা জানান, বিশাল আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। এককভাবে কেনা সম্ভব হয়নি। তাই কয়েকজন মিলে মাছটি কিনেছি।
- বিষয় :
- ব্রহ্মপুত্র নদ
- বাঘাইড় মাছ
- রংপুর
- গাইবান্ধা
- পলাশবাড়ী