ধানক্ষেতে পড়ে থাকা লাশের সন্ধান দিল মাছি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১১:২২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ | ১১:২৮
নিখোঁজের দু'দিন পর বরিশালের উজিরপুরে ধানক্ষেত থেকে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বড়াকোঠা ইউনিয়নের হরিমার্কেট সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হেমন্ত হালদার (৭০) ওই ইউনিয়নের মৃত হরেন্দ্রনাথ হালদারের ছেলে। গত দু'দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার হেমন্ত লাল হালদার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। এরই মধ্যে স্থানীয় কৃষক সুভাষ হাওলাদার ধানক্ষেতে মাছি উড়তে দেখেন। পরে সামনে এগিয়ে দু'দিন ধরে নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- ধানক্ষেত
- বরিশাল
- উজিরপুর