ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল ৭ লাখ টাকার গাঁজা

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল ৭ লাখ টাকার গাঁজা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১১:১৪ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১১:১৪

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে দুই বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার পিলজং এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কের পূর্ব পাশে পার্কিং করে রাখা ট্রাক থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুটি বস্তায় ১৮ কেজি গাঁজা ছিল, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১১-৬৬৩৯ নম্বরের ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি জনানা, ট্রাকটিতে বেশকিছু ফাঁকা ড্রাম ছিল। এর মধ্যে একটি ড্রামে দুই বস্তায় গাঁজা ছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×