ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাছের পাতা খাওয়ায় ছাগলকে গলা কেটে হত্যা

গাছের পাতা খাওয়ায় ছাগলকে গলা কেটে হত্যা

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১১:৪৫ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১১:৪৮

ভোলার চরফ্যাসনে গাছের পাতা খাওয়ায় একটি পোষা বকরী ছাগলের গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ছাগলের মালিক সাবেক ইউপি সদস্য জোবায়ের স্বপন বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছাগলটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পাঠন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় ছাগলটি বেঁধে মারধরের পর প্রতিবেশী আলাউদ্দিন বাচ্চু সিকদার, তার ছেলে সাইফুল ইসলাম মিঠু, স্ত্রী রাহিমা বেগমসহ তার পরিবারের সদস্যরা রাতে গলা কেটে হত্যা করে। এরপর ছাগলটি পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রাখে।

গৃহকর্তী রেশমা বেগম জানান, সন্ধ্যার আগে তিনি ইফতার প্রস্তুতের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ চিৎকার শুনে তিনি বের দেখেন, গাছের পাতা খাওয়ার অপরাধে প্রতিবেশী আলাউদ্দিন বাচ্চু সিকদার ছাগলটিকে মারধর করছেন। এরপর থেকে ছাগলটি নিখোঁজ ছিল।

গৃহকর্তা জোবায়ের স্বপন জানান, রাতে বাড়ি ফিরলে তার স্ত্রী পোষা ছাগলটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। এরপর তিনি সন্তানদের নিয়ে বাড়ির আনাচে কানাচে বাগানে ছাগলটি খুঁজতে থাকেন। একপর্যায়ে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় নিখোঁজ ছাগলটিকে উদ্ধার করেন। পরে থানায় খবর দিলে রাতেই শশীভূষণ থানার উপ-পরিদর্শক মো. সোলইমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে অভিযুক্ত আলাউদ্দিন বাচ্চু সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ছাগলটিকে তাড়িয়ে দিয়েছেন। মারধর করেননি। তাড়িয়ে দেওয়া ছাগলটিকে হয়তো শিয়াল আক্রমণ করতে পারে বলেও জানান তিনি।

শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনায় একটি লিখত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। মৃত বকরীটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×