সুচিত্রা সেনের জন্মদিনে মুনমুন সেন
‘পাবনার মানুষ মাকে এত ভালোবাসে জানতাম না’

পাবনা অফিস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১৪:৪৮
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মদিনে মোবাইল ফোনে যুক্ত হয়ে তাঁর মেয়ে ভারতের বিখ্যাত অভিনেত্রী ও সাবেক এমপি মুনমুন সেন আবেগঘন অভিব্যক্তি প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘মাকে পাবনা তথা বাংলাদেশের মানুষ এত ভালোবাসে জানতাম না, আমি একবার পাবনায় আসব। মায়ের স্মৃতিবিজড়িত স্থান দেখব। তখন আপনাদের সঙ্গে দেখা হবে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে পাবনা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে মুনমুন সেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘পাবনার মানুষ এতদিনেও মাকে মনে রেখেছে, এটা বিরল ব্যাপার।’
এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের হেমসাগর লেনের সুচিত্রা সেন সংগ্রহশালায় এসে শেষ হয়। সুচিত্রা সেনের বাড়িতে তাঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সুচিত্রা সেন অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সভায় বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. রণেশ মধু, শ্রী চন্দন চক্রবর্তী প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৩১ সালের এই দিনে সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।
- বিষয় :
- মুনমুন সেন
- সুচিত্রা সেন
- জন্মদিন