ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রংপুর সিটির কাউন্সিলর শিপলু কারাগারে

রংপুর সিটির কাউন্সিলর শিপলু কারাগারে

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৯:৩৮ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০৪:২৬

রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার দুপুরে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর বিরুদ্ধে থাকা চারটি মামলার জামিন আবেদন করলে বিচারক আহসানুল হক রানা দুটি মামলার জামিন আবেদন মঞ্জুর করেন। লালমনিরহাটের পাটগ্রামের রেজাউল আহমেদ রাজুর চাঁদাবাজির মামলায় তিনি জামিন পাননি।

শিপলুর আইনজীবী মাহমুদুল হাসান সেলিম জানান, শুক্রবার কাউন্সিলর শিপলুকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুটি মামলায় জামিন দিয়েছেন আদালত। চাঁদাবাজির মামলা যেহেতু অভিযোগপত্র হয়ে জেলা ও দায়রা জজ আদালতে যাওয়ার কারণে সেটির শুনানি করা সম্ভব হয়নি। সেই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে জাকারিয়া আলম শিপলুর বিনোদপুরের বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। অভিযানের খবর পেয়ে শিপলুর লোকজন বাড়ির সামনে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সড়ক ও জনপথ বিভাগের জমি জালিয়াতি করে রেজিস্ট্রি বায়না দলিল করা সংক্রান্ত মামলায় এক বছর কারাদণ্ডপ্রাপ্ত এবং চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিপলুর বিরুদ্ধে জমি দখল ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের তথ্য তুলে ধরা হয়। এ ঘটনায় ওই কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে মামলা করলে বৃহস্পতিবার রংপুরের সাংবাদিকরা মানববন্ধন-সমাবেশ করে শিপলুর গ্রেপ্তার দাবি করেন।

আরও পড়ুন

×