বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন

খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৫:২৩
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সঞ্চয়পত্রসহ বিভিন্ন বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন হয়েছে খুলনায়। স্থায়ী শ্রমিকদের সঞ্চয়পত্র এবং অন্যান্য পাওনা দাবি আদায় কমিটির উদ্যোগে আজ সোমবার সকালে নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ২০২০ সালে ২৬টি পাটকল বন্ধ করে দেয়। সেই সময় বলা হয়েছিল, দুই মাসের মধ্যে শ্রমিকদের সব ধরনের বকেয়া পরিশোধ করা হবে এবং তিন মাসের মধ্যে পাটকলগুলো আবার চালু করা হবে। কিন্তু ৩২ মাস পেরিয়ে গেলেও স্থায়ী শ্রমিকদের বিভিন্ন খাতের বকেয়া কবে পরিশোধ করা হবে– তা কেউ বলতে পারে না। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসও পাওয়া যাচ্ছে না। বকেয়া টাকা পাওয়ার আগে এরই মধ্যে কিছু শ্রমিক মারা গেছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ মুহাম্মদ সাদেকুজ্জামান। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আলমগীর কবির, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সঞ্চয়পত্র কমিটির যুগ্ম আহ্বায়ক লাভলু মল্লিক, প্লাটিনাম জুট মিল এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান, শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোশারেফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ প্রমুখ।