ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাটি কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

মাটি কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৩:৩১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৩:৩১

সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারিক কলহ ও পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মহিষপুর গ্রামের মহিবুর ও প্রতিবেশী উকিল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সপ্তাহখানেক আগে মহিবুর বাড়ির সড়কে মাটি কাটার কাজ শুরু করলে উকিল মিয়ার বাড়ির একটি বেড়া হেলে পড়লে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উকিল মিয়া মহিবুরকে আঘাত করে। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, যা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় মহিবুর, তাঁর স্ত্রী রিপা আক্তার, মহিবুরের ভাই হাবিুবর ও তাঁর স্ত্রী রীনা আক্তার, উকিল মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×