মামলাজট নিরসনে আপ্রাণ চেষ্টা করুন: বিচারকদের প্রধান বিচারপতি

ঝিনাইদহ ও মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:১৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:১৬
মামলাজট নিরসনে আপ্রাণ চেষ্টা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, সমস্যাটির দ্রুত সমাধান পাওয়া দরকার। এরই মধ্যে মামলার জট কিছুটা কমেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
একই দিন দুপুরে মাগুরায়ও একটি বিশ্রামাগার উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তিনি বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ও করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘এ দেশের মানুষ ন্যায়বিচার যাতে স্বল্প সময়ে পায়, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আদালতে সেবা নিতে মানুষ যাতে কোনো কষ্টে না পড়ে, সেদিকেও নজর রাখছি।’
মাগুরায় ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রায় চার কোটি মানুষ আইন-আদালতের সঙ্গে জড়িত। তাঁদের নিত্যদিন আদালত প্রাঙ্গণে আসা লাগে। তাঁরা এ রাষ্ট্রের মালিক। তাঁদের বিচারিক সেবা দেওয়ার দায়িত্ব আমাদের।
তিনি জানান, ন্যায়কুঞ্জগুলোতে ৬০ থেকে ৭০ জন লোকের বসার ব্যবস্থা থাকবে। নারী-পুরুষের জন্য দুটি টয়লেট থাকবে। একটি ফাস্টফুডের দোকান থাকবে। দেশের প্রতিটি জেলার জজ আদালতে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য সরকার প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।