টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫

টঙ্গীতে উল্টে পাওয়া ক্রেন। ছবি: সমকাল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১৩:৩৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১৩:৩৭
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এতে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
শনিবার বিকেল সাড়ে ৫টায় টঙ্গী স্টেশন রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিআরটি প্রকল্পে একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ৫ পথচারী আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশাফুল ইসলাম জানান, ক্রেন উল্টে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
- বিষয় :
- গাজীপুর
- টঙ্গী
- বিআরটি প্রকল্প
- ক্রেন
- আহত