ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১৭:০৪

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দুইটি পৃথক অভিযান চালিয়ে এক হাজার চারশ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে ভাঙ্গার আলগি ইউনিয়নের বালিয়া এবং পৌরসভার খাড়াকান্দি মহল্লায় এ অভিযান চালানো হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম জানান, রবিবার সকাল  ১০টার দিকে বালিয়া গ্রামের মো. আব্বাস আলী ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার চারশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে  মো. আব্বাস আলী ফকির (২৩) ও মো. ফরিদ আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজা মিয়া জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার  খাড়াকান্দি মহল্লায় মফিজুল মাতুব্বর এর বাড়ি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মফিজুল মাতুব্বরের স্ত্রী দুলী বেগমকে  (৩৫) গ্রেপ্তার করা হয়। 

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম আহমেদ বলেন, দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান দুটি পরিচালনা করা হয়। এ ব্যাপারে এ অধিদপ্তরের দুই কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেছেন। সোমবার ওই তিন আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×