ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বউ-শ্বাশুড়ি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

বউ-শ্বাশুড়ি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

আদালত থেকে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়- সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:১২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:১২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে বউ-শ্বাশুড়ি হত্যা মামলার দুই আসামি তালেব মিয়া ও জাকারিয়া আহমেদ শুভকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১)-এর বিচারক মো. আজিজুল হক। এ ছাড়াও তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৫ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

২০১৮ সালের ১৩ মে উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়িতে হঠাৎ আগুন লাগার কথা শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুলজারের মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালা বেগম ও রুমি বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রুমির ভাই নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ আহমেদ জানান, আসামি দু’জন কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শাশুড়ি ও বউকে উপর্যুপরি আঘাত করে হত্যা করে।

আরও পড়ুন

×