ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সেপটিক ট্যাংক থেকে উদ্ধার ২ নির্মাণ শ্রমিকের লাশ

সেপটিক ট্যাংক থেকে উদ্ধার ২ নির্মাণ শ্রমিকের লাশ

মৃতদের স্বজনদের আহাজারি- সমকাল

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৫

মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধীন একটি ভবনের নবনির্মিত সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই জন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের কামরুল ও পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই গ্রামের শাহীন।

ফয়জুর রহমানের মালিকানাধীন ভবনের নির্মাণ কাজের ঠিকাদার লিয়াকত আলী জানান, কয়েকদিন আগে ট্যাংকের নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ দুপুর ১২টার দিকে কামরুল ও শাহীন ট্যাংকিতে নেমে কাজ করতে চাইলে নিষেধ করা হয়। কিন্তু তাঁরা এরপরেও সেখানে কাজ করতে যায়। প্রথমে একজন ট্যাংকিতে নামতে গিয়ে নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যজনও ভেতরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস, কুলাউড়ার টিম লিডার অংকুর রায় জানান- জেনারেটরের মাধ্যমে পানি সেচ দিয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর প্রায় ৮ ফুট গভীর ট্যাংক থেকে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান তাঁদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ওসি মোশারফ হোসেন জানান, নবনির্মিত ট্যাংকের একটি মাত্র ছোট মুখ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছুদিন ধরে বন্ধ থাকা ট্যাংকের ভেতর প্রচুর গ্যাস জমে বিষক্রিয়া তৈরি হয়। অথবা অক্সিজেন শূন্যতার কারণেও এমন ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বোঝা যাবে।

আরও পড়ুন

×