ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ফরিদপুর পৌর সভার সাবেক মেয়র মেথুকে দুদকে তলব

ফরিদপুর পৌর সভার সাবেক মেয়র মেথুকে দুদকে তলব

সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৭:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১০:৪৯

ফরিদপুর পৌর সভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুকে অর্থ পাচার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী কমিশনার মাহবুবুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

দুদকের প্রধান কার্যালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক মেয়র মেথুর বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ৩ মে সকাল ১০টায় চিঠি স্বাক্ষকারীর দপ্তরে হাজির হতে মেয়রকে অনুরোধ করা হয়। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে মেয়রের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

এ বিষয়ে ফরিদপুরের দুদকের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, বিষয়টি ঢাকা অফিস দেখছে। এ বিষয়ে দুদক কার্যালয় এক তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই করা হবে।

অভিযোগের বিষয়ে শেখ মাহাতব আলী মেথু বলেন, ‘দুদকের কোনো চিঠিই এখন পর্যন্ত আমি পাইনি। তবে আমি প্রস্তুত রয়েছে। কোনো তথ্য দিতে এবং যে কোনো পরিবেশ ফেস করতে আমি প্রস্তুত।’

 তবে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই ফরিদপুরের একটি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে এই চিঠি পাঠানো হতে পারে।

শেখ মাহাতাব আলী মেথু প্রথমে ফরিদপুর পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০০২ সালে কয়েক মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর দেড় বছর পর মেয়রের দায়িত্ব পান তিনি। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত তিনি মেয়র ছিলেন। ফরিদপুর পৌরসভার ইতিহাসে তিনি দীর্ঘ সময়ের চেয়ারম্যান এবং মেয়র। 


আরও পড়ুন

×