বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১৪:০৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১৪:০৪
বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
পদ বাণিজ্য, স্বজনপ্রীতি, দলের হাইকমান্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের ফোনালাপ ফাঁসসহ নানা অভিযোগ ওঠে বিলুপ্ত কমিটির নেতাদের বিরুদ্ধে।
জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লাকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ্ ফারুক, অ্যাডভোকেট নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ এবং সদস্যসচিব তারিকুজ্জামান টিটু। পরে গত বছরের ৮ জুন ৩১ সদস্যের পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতা তারিকুজ্জামান টিটু চলতি বছরের জানুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ দিকে বিলুপ্ত জেলা কমিটির নেতারা বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করেন। এতে জেলা কমিটির আহবায়ক ও সদস্যসচিবসহ চারজনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ ওঠে। ফাঁস হয় অর্থ লেনদেনের অডিও। এছাড়া বিকাশ ও চেকের মাধ্যমে টাকা নিয়ে পদ দেওয়া এবং দলীয় হাইকমান্ডকে নিয়ে বিরূপ মন্তব্যের ফোনালাপও ফাঁস হয়। এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।
পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। তদন্ত প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন, ‘শুনেছি পদ বাণিজ্যসহ নানা অভিযোগে কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে অভিযোগের জবাব দেওয়া হয়।’
এ বিষয়ে বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, ‘কমিটি বিলুপ্ত বিষয়টি শুনেছি। তবে আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি।’
- বিষয় :
- বরগুনা
- জেলা বিএনপির কমিটি
- বিলুপ্ত
- বিজ্ঞপ্তি