ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ছে

পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ছে

পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা। ছবি: সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ০৪:৫৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০৪:৫৫

পাটুরিয়া ও আরিচা ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বুধবার সকাল থেকে বাড়ছে। তবে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা ঘুরে দেখা যায়, বুধবার ঘাটে যাত্রীর চাপ অন্য দিনের তুলনায় বেশি। তবে ঘাট এলাকায় দূরপাল্লার বাসের তেমন কোনো চাপ নেই। ঘাটে আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠছে পরিবহনগুলো। 

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ বলছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে গার্মেন্টস ছুটি। ফলে বিকেল থেকে ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় থাকতে পারে। 

এ নৌপথে বর্তমানে ২০টি ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার করা হলেও মতিউর রহমানসহ ২টি ফেরি বিকল। অন্যদিকে আরিচা-নগরবাড়ি নৌপথে ৭টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে ১০টি লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে। 

রাজধানীর গাবতলি থেকে ছেড়ে আসা রাজাবাড়ীগামী রয়েল কোচের চালক নয়ন হোসেন জানান, গাবতলি থেকে সকাল ৭টায় ছেড়ে সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছেছি। ঘাটে যানবাহনের কোনো চাপ না থাকায় সরাসরি ফেরিতে ওঠা গেছে। 

এ দিকে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য যানবাহনে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে অটোচালক আমিনুর রহমান জানান, ঈদ উপলক্ষে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। 

শিবালয় থানার ওসি শাহ নুর এ আলম রহমান জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন ব্যবস্থা নেওয়া হবে। 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, সকাল থেকে যাত্রীদের চাপ অনেক বেড়েছে। তবে যানবাহনের কোনো চাপ নেই। 

আরও পড়ুন

×