ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণ, ট্রাকচালক গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে টিকটকারকে ধর্ষণ, ট্রাকচালক গ্রেপ্তার

ফাইল ছবি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ১৭:৩০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ১৭:৩০

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বুধবার থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এ মামলায় মো. এমরান নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার নারীর বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। আর অভিযুক্ত এমরান দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের শহিদুল্যাহর ছেলে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারী একজন নাট্য অভিনেত্রী ও টিকটকার। বছর দুই আগে সিলেটের জাফলং এলাকায় টিকটক ভিডিও তৈরি করার সময় ট্রাকচালক এমরানের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখন তাঁরা মোবাইল ফোন নম্বর আদান-প্রদান করেন। এরপর তাঁদের মধ্যে কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাধে ওই নারীকে গত ১৮ মার্চ নিজ বাড়িতে নিয়ে আসেন এমরান। বিয়ের প্রলোভনে দুদিন আটকে রেখে দফায় দফায় তাঁকে ধর্ষণ করেন। 

ওই ঘটনার মাসখানেক পর গত মঙ্গলবার ফের তাঁকে নিজ এলাকায় নিয়ে আসেন এমরান। রাত ১২টার দিকে জাফরগঞ্জ বাজার এলাকায় নির্জন স্থানে ট্রাক থামিয়ে গাড়ির ভেতরেই তাঁকে ধর্ষণ করেন তিনি। সকালে দেবিদ্বার থানায় গিয়ে মামলা করেন ওই নারী। এতে এমরানকে একমাত্র আসামি করা হয়।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই অভিযানে নামে পুলিশ। অভিযুক্ত এমরানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×