ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৪২ হাজার যানবাহন পার

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৪২ হাজার যানবাহন পার

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা (ফাইল ফটো)

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩ | ০৬:০৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ০৬:০৬

ঈদ যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় সব ধরনের যানবাহনের চাপ বাড়ছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পার হয়েছে। 

এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮টি যানবাহন পার হয় এবং এতে টোল আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। আর সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে যানবাহন পার হয় ১৫ হাজার ৭টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

আহসানুল কবীর পাভেল জানান, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে।


আরও পড়ুন

×