সিলেটে ‘ডিজে পার্টি’ ও মোটরসাইকেলে মহড়া রোধে পুলিশি তৎপরতা
-samakal-64456db43db81.jpg)
ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ১৭:৪১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ১৭:৪১
ঈদ উপলক্ষে সিলেটের পর্যটন এলাকায় ডিজে পার্টির আদলে ট্রাকে করে গান বাজিয়ে ছুটে চলা বন্ধে ও মোটরসাইকেলে দলবেধে কোথাও গিয়ে আড্ডা রোধে মাঠে নেমেছে পুলিশ। পর্যটকদের শান্তিপূর্ণভাবে ঘোরাঘুরি নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সিলেট জেলা পুলিশ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকার সড়কে অভিযান করে। জৈন্তাপুর ও বিয়ানীবাজার সড়কে খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটন কেন্দ্রগামী ডিজে পার্টিকে থামিয়ে দেয় পুলিশ। ট্রাক চালককে জরিমানা করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক। তিনি জানান, অভিযানকালে একাধিক মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার ইলিয়াস শরীফের নির্দেশনায় এবার সড়ক দুর্ঘটনা রোধ ও পর্যটন এলাকার পর্যটকদের বিরক্ত না করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ মাঠে রয়েছে উল্লেখ করে এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানিয়েছেন, ঈদের ছুটিতে প্রতিবছর মোটরসাইকেলে ঘুরে বেড়ানো তরুণরা মারা যান। এবার বাইকারদের দলবেধে আড্ডার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে এসব বাইকার নিজেরা সুরক্ষিত থাকেন এবং পর্যটকদের বিরক্তির কারণ না হন।
- বিষয় :
- ঈদুল ফিতর
- ডিজে পার্টি
- পুলিশ
- পর্যটক
- সড়ক দুর্ঘটনা