নবদম্পতির অভিনব প্রতিবাদ

প্ল্যাকার্ড হাতে নবদম্পতি। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ১৭:০১
ঝিনাইদহে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ও সহকর্মীর মুক্তি চেয়ে নতুন জীবন শুরু করেছেন এক দম্পতি। বিয়ের আসরে হাতে প্ল্যাকার্ড নিয়ে মাহমুদুল হাসান ও সুমাইয়া আফরিন এ দাবি জানান। এ সময় নবদম্পতির অন্য সহকর্মীরাও একই দাবিতে স্লোগান দেন।
ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাহমুদুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক। সুমাইয়া একই উপজেলার চণ্ডীপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি কমিউনিটি সেন্টারে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বুধবার বরের বাড়িতে হয় বউভাত।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের কর্মী খাদিজাতুল ইসলাম কুবরা। তার মুক্তির জন্য প্ল্যাকার্ড হাতে বিয়ের আসরে দাঁড়ান মাহমুদুল। অন্যদিকে, সুমাইয়ার হাতে ছিল ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর’ প্ল্যাকার্ড।
মাহমুদুল হাসান বলেন, ‘আট মাসের বেশি কারাবন্দি আমার রাজনৈতিক সহকর্মী খাদিজা। তিনি কিডনি সমস্যায় ভুগছেন। অনেক চেষ্টা করেও তার জামিন হয়নি। প্রতিবাদ হিসেবে আমরা বিয়ের আসর বেছে নিয়েছি।’
মাহমুদুলের মা দিলরুবা খাতুন বলেন, ‘রাজনৈতিক সহকর্মীর মুক্তির দাবিতে ছেলে ও তার বন্ধুরা এ প্রতিবাদের আয়োজন করে। আমরা মৌন সমর্থন দিয়েছি।’
বুধবার সন্ধ্যায় কনে সুমাইয়ার বাবা খলিলুর রহমান বলেন, ‘মেয়ে ও তার স্বামী বিয়ের আসরে কী করেছে, তা আমরা জানি না।’
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, বিয়ের আসরে নবদম্পতির ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিবাদ বিষয়ে তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।