ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে এগিয়ে আ. লীগের প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে এগিয়ে আ. লীগের প্রার্থী

ভোটগ্রহণ কেন্দ্র। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১৩:২৭

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ।

জানা যায়, ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম ভবনে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। 

এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৪৯ হাজার ৮৭৯ ভোট, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পেয়েছেন ৪ হাজার ৫৪২ ভোট, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন ১ হাজার ৭৩৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আম প্রতীকের প্রার্থী কামাল পাশা পেয়েছেন ৫৬৮ এবং একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রমজান আলী পেয়েছেন ৪১৫ ভোট। 

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯০টি।  

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হতে থাকে ভোট দিতে আসা মানুষের লাইন। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে স্লো ভোটগ্রহণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন ভোটার।

আরও পড়ুন

×