ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিটি নির্বাচন নিয়ে বিভক্তি

বরিশালে মে দিবসে আ’লীগে পাল্টাপাল্টি কর্মসূচি

বরিশালে মে দিবসে আ’লীগে পাল্টাপাল্টি কর্মসূচি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ১৬:৩৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ১৬:৩৫

মে দিবস পালনে একই স্থানে বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে বিভক্তির জেরে এই পাল্টাপাল্টি কর্মসূচি এসেছে বলে জানা গেছে। উভয়পক্ষ সদর রোড বিবির পুকুরের দক্ষিণ পাড়ে আওয়ামী লীগ কার্যালয় চত্বরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। 

সিটি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারীরা দুপুরে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা ঘোষণা করেছে। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন। খোকন সেরনিয়াবাত এতে প্রধান অতিথি থাকবেন। অন্যদিকে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বিকেলে একই স্থানে সমাবেশ ও র‍্যালি করার কথা জানিয়েছেন। তিনি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। 

পরিমল সমকালকে জানান, তাঁদের কর্মসূচির প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তিনি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বড় ভাই ও বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর বাবা।

এদিকে রোববার দুপুর ২টার দিকে আফতাব হোসেনসহ শতাধিক নেতাকর্মী আকস্মিকভাবে আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে যান। মেয়র সাদিকের দাপটে গত কয়েক বছর তাঁরা কার্যালয়ে ঢুকতে পারেননি। রোববার তাঁরা মঞ্চ নির্মাণসহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আফতাব হোসেন বলেন, তাঁরা দলীয় কার্যালয় চত্বরে দুপুর ১২টায় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছেন। পাল্টা আরেকটি কর্মসূচি দেওয়া হয়েছে তা তাঁরা শুনেছেন। কোনো গ্রুপ পাল্টা কর্মসূচি দিয়ে থাকলে তা দুরভিসন্ধিমূলক বলে মনে করেন তিনি।  

পরিমল চন্দ্র দাস বলেন, ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক আবদুল্লাহ গত শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সভায় মে দিবসের সমাবেশ ও শোভাযাত্রা করার নির্দেশ দিয়েছেন। প্রতি বছরই এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকেন আবুল হাসানাত আবদুল্লাহ।

শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর আমিন উদ্দিন মোহন বলেন, মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে প্রধান অতিথি করে মে দিবসের কর্মসূচি দেওয়া হয়েছে। মেয়র সাদিক তাঁর অনুসারীদের দিয়ে পাল্টা কর্মসূচি করাচ্ছেন। এটা দলের জন্য খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে।  খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মঈন তুষার বলেন, নৌকার কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পাল্টা কর্মসূচি দিয়েছে।  

খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটি গঠন: খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এতে প্রধান সমন্বয়কারী কাউকে রাখা হয়নি। সদস্যরা সবাই সাদিক আবদুল্লাহর বিরোধী হিসেবে পরিচিত। 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- আওয়ামী লীগ নেতা আহমেদুল কবীর, লস্কর নুরুল হক, আফজালুল করীম, আনিছ উদ্দিন শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শ্রমিক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, যুবলীগের মহানগর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, শ্রমিক লীগের মহানগর সভাপতি আফতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, হুমায়ন কবীর, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, শাহীন সিকদার, অসীম দেওয়ান, জসিম উদ্দিন ও মঈন তুষার।

আরও পড়ুন

×