পাওনা টাকার জন্য যুবককে পেটানো ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি।
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৩ | ১৭:১১ | আপডেট: ০২ মে ২০২৩ | ০৫:০০
পাওনা টাকা পরিশোধ করতে না পারায় সিরাজগঞ্জের তাড়াশে মো. জুয়েল হোসেন (১৭) নামের এক যুবককে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে নির্যাতনের শিকার জুয়েলের বাবা হাসিনুর রহমান বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুজন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম। তিনি জানান, এক যুবককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে জুয়েলকে পেটানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য সুজন সরদারের বিরুদ্ধে।এ ঘটনার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়। তখন বিষয়টি জানাজানি হয়।
নির্যাতনের শিকার মো. জুয়েল হোসেন পার্শ্ববর্তী নওখাদা গ্রামের হাসিনুর রহমানের ছেলে।আর সুজন সরদার সগুনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ঈশ্বরপুর গ্রামের মন্টু সরদারের ছেলে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউপি সদস্য সুজন সরদার নওখাদা গ্রামের হাসিনুর রহমানের ছেলে মো. জুয়েল হোসেনের কাছে টাকা পান। কিন্তু নানা কারণে জুয়েল সে টাকা পরিশোধ করতে পারেননি। এতে সুজন ক্ষীপ্ত হয়ে শুক্রবার রাতে জুয়েলকে বাড়ি থেকে ডেকে আনেন। পরে ঈশ্বরপুর গ্রামের রায়হানের চায়ের দোকান বেধে মারধর করেন।
জুয়েলের বাবা হাসিনুর রহমান বলেন, তার ছেলেকে অন্যায়ভাবে ইউপি সদস্য সুজন ও তার লোকজন নির্যাতন করেছেন। এতে তার ছেলে গুরুতর আহত হয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবী করেন।
আর সগুনা ইউপি চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, জুয়েলকে মারধরের একটি ভিডিও দেখেছি। পাশাপাশি নির্যাতিত জুয়েলের স্বজনরা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।