ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধান রক্ষায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

ধান রক্ষায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৩ | ০২:৫৯ | আপডেট: ০৩ মে ২০২৩ | ০৩:০১

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে মো. ইদ্রিস আলী (৬০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে পাকা ধান রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে তিনি মারা যান। দশ দিনের ব্যবধানে একই এলাকায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।  

নিহত মো. ইদ্রিস আলী গাজীর ভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার গাজীরভিটা ইউনিয়নে সম্প্রতি হাতির আক্রমণ শুরু হয়েছে। ভারতীয় হাতির পাল প্রতিদিন কৃষকের পাকা ধান খাওয়ার জন্য এ এলাকায় আসছে। ফসল রক্ষা করতে হাতি তাড়ানো সময় এ দুর্ঘটনা ঘটছে।  

হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, হাতির আক্রমণে নিহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×