ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, দুলাভাই গ্রেপ্তার

১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, দুলাভাই গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৩ | ০৮:৩৭ | আপডেট: ০৩ মে ২০২৩ | ০৮:৩৭

১৩ বছরের এক কিশোরী ধর্ষণের ঘটনায় দুলাভাইকে ইসমাইলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি  রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মদনডাঙ্গি গ্রামের মইনুদ্দিন মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বরে ইসমাইল তার শ্যালিকাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ২৬ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে ইমসাইলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কেএম শাইখ আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

×